কলেজছাত্রীকে অপহরণ করে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজছাত্রীকে মুখ বেঁধে অপহরণ করে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার থানায় ২ জনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটি নিজেই।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, গত ২৫ মে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের বাসিন্দা আজাদুল ইসলামের কলেজপড়ুয়া মেয়ে রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে বের হয়। এ সময় ওতপেতে থাকা হরিরামপুর ইউনিয়নের কোটগাছা গ্রামের বখাটে লিপটন মেয়েটিকে মুখ বেঁধে অপহরণ করে নিয়ে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে।
তিনি জানান, এ ঘটনায় গত রোববার গোবিন্দগঞ্জ থানায় ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযুক্ত লিপটনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।