Uncategorized

ইউক্রেনের নোভা কাখোভকা জলাধার যে কারণে গুরুত্বপূর্ণ

স্থিরচিত্র ও ভিডিওতে দেখা গেছে, জলাধারের বাঁধের একটি অংশ ধসে পড়েছে। সেখান দিয়ে প্রবল বেগে পানি ভাটার দিকে চলে যাচ্ছে।

জলাধারটি ঠিক কখন প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্যাটেলাইটে ধরা পড়া আলোকচিত্র বিশ্লেষণে দেখা গেছে, কয়েক দিন ধরে জলাধারের অবস্থার অবনতি হয়েছে।

জলাধারটির ওপর দিয়ে যাওয়া একটি সড়ক ২ জুন থেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। তবে এতে মঙ্গলবার (৬ জুন) ওই সড়কের (বাঁধ) অংশবিশেষ ও কাছের ভবনগুলো ধসে পড়ার আগপর্যন্ত পানিপ্রবাহে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। আজ বাঁধের একটি অংশ ধসে পড়ার সঙ্গে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।

বাঁধ ভেঙে পানি কতটা এলাকায় বিস্তৃত হতে পারে, তা স্পষ্ট না হলেও আশঙ্কা করা হচ্ছে এতে ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। নোভা কাখোভকা শহর থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভবনগুলোর চারপাশে বন্যার পানি। এমনকি স্থানীয় সরকারি দপ্তরের চারপাশে রাজহাঁস ভেসে বেড়াচ্ছে।

Related Articles

Back to top button