Uncategorized

দুদিনের রিমান্ডে মোশা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, গুলিবর্ষণ ঘটনার মূলহোতা শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাকে অস্ত্র ও বিস্ফোরণের দুই মামলায় এক দিন করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে বুধবার দিনগত রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকা থেকে মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাকে গ্রেফতার করা হয়।

মোশারফ হত্যা, ধর্ষণ, হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৪০টির বেশি মামলার আসামি ও মোশা বাহিনীর প্রধান।

Related Articles

Back to top button