Uncategorized

মধ্যপ্রাচ্যে গিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ, দেশে ফিরে জামাতুল আনসারের অর্থ শাখার প্রধান

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং তৎপরতার কারণে কৌশল পরিবর্তন করেছে সংগঠনটি। এখন থেকে তারা টাঙ্গাইলের মধুপুর বনে অবস্থান করে সংগঠন পরিচালনার পরিকল্পনা করেছে। নিজেদের আত্মগোপন করতেই তারা এই কৌশল নিয়েছে।

গ্রেপ্তার তিনজনসহ কয়েকজন গাজীপুর হয়ে টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিলেন, এমন সংবাদের ভিত্তিতেই চেকপোস্ট বসানো হয়েছিল।  

তিনজনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।

খন্দকার আল মঈন বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কেএনএফ’র (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সঙ্গে চুক্তি করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে আশ্রয়, সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছে। পাশাপাশি জামাতুল আনসারকে অস্ত্র ও ‘রশদ’ সরবরাহ করত কেএনএফ।  

Related Articles

Back to top button