সংসারে ফেরার প্রশ্নে যা জানালেন রাজ

অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দাম্পত্য জীবনের কলহ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটছেন দুজন এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি ইস্যুগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল রাজ ।
রোববার একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে তিনি জানান, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। একই সঙ্গে কেন তিনি সংসার ছেড়েছেন সেই কারণটি সবাইকে জানিয়ে দিতে পরীমনিকেই অনুরোধ করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে তাদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তারা আপাতত সেপারেশনে আছেন।
সংসার নিয়ে নিজের ভাবনা জানিয়ে রাজ বলেন, আমি আসলে তার সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পরে নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না। নিজেকে এবং নিজের কাজে সময় দেওয়া দরকার। আমি আপাতত দূরে থাকতে চাচ্ছি, কিন্তু সেই দূরে থাকার সময়টাকে আমি টেনে নিয়ে যাব না অনেক দিন। আমি জানি না আইন কী বলে, কিন্তু সন্তানের দিকে দুজনেই খেয়াল রাখতে চাই।
পরীমনির উদ্দেশ্যে রাজ বলেন, বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।
এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ। এর পরই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।