Uncategorized

বাসের ধাক্কায় কাভার্ডভানের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভানের চাকায় পিষ্ট হয়ে কানন হোসেন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শালিকচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসচালক ও কাভার্ডভ্যান চালককে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

নিহত কানন হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জগামী জলসিড়ি পরিবহণের একটি বাস মহাসড়কে চলাচলরত কাভার্ডভ্যানকে ওভারটেক করছিল। এ সময় মহাসড়ক পার হতে যাওয়া মোটরসাইকেলকে ওই বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য উভয় গাড়ির চালককে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button