Uncategorized

জুনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৮ ডিগ্রি বেশি

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শুধু বাংলাদেশে নয়, আফগানিস্তান, পাকিস্তান, ভারতের হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মিয়ানমার, লাওস ও ভিয়েতনাম—এই পুরো অঞ্চল এক তাপপ্রবাহের বৃত্তে আবদ্ধ হয়ে গেছে। গরম পড়েছে সবখানে। এখন আকাশ মেঘমুক্ত থাকছে এবং দিনে ৮ থেকে প্রায় ১২ ঘণ্টা প্রখর সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ছে। এ অবস্থা আগামী সোমবার পর্যন্ত চলতে পারে। এরপর মেঘমালা সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে।

গত মে মাসের শুরুটাই হয়েছিল প্রচণ্ড গরমের মধ্য দিয়ে। সপ্তাহ ধরেই চলে সেই গরম। এর মধ্যে বঙ্গোপসাগরে দেখা দেয় লঘুচাপ। সেটি নিম্নচাপ থেকে ক্রমে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়। এ ঘূর্ণিঝড় ১৪ মে কক্সবাজার উপকূল পার হয়। মোখার প্রভাবে কক্সবাজার ও এর আশপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। তবে সারা দেশে বৃষ্টিপাত হয় এর দুই দিন পর থেকে। কয়েক দিন বৃষ্টির পর আবার শুরু হয় প্রচণ্ড গরম। মে মাসের শেষ থেকে জুনের শুরুতে তা অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button