Uncategorized

এ রকম চিঠি অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে: শাহরিয়ার আলম

২ জুন ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা ওই চিঠি নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন। চিঠিতে স্বাক্ষরদানকারী অন্য পাঁচ কংগ্রেস সদস্য হলেন স্কট পেরি, ব্যারি মোর, ওয়ারেন ডেভিডসন, টিম বুরচেট ও কিথ সেলফ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি সরকার সংগ্রহ করেছে। অন্য চিঠিপত্রের মতো এখানেও অসামঞ্জস্য আছে, বাড়াবাড়ি আছে। তথ্যের একটা বড় ধরনের ঘাটতি আছে। কংগ্রেসম্যানদের প্রচেষ্টা দুর্বল ও সস্তা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের চিঠিটি পুরোপুরি পড়তে ও পরীক্ষা-নিরীক্ষার কথাও বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদেরা, সংসদ সদস্যরা, বিশেষ করে অন্য দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে অনেক কিছু বলেন, অনেকে হয়তো লেখেনও। হয়তো আমার বিরুদ্ধে লেখা হয়, যেটা আমি জানি না। তবে এটা নির্ভর করে সরকারপ্রধান বিষয়টিকে বিবেচনায় নেবেন কি না।’

ওই চিঠি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ রকম চিঠি অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এ ধরনের কর্মকাণ্ড আরও বাড়বে। তবে আমরা যুক্তরাষ্ট্রের সব পক্ষের কাছে, এমনকি আমরা ওই কংগ্রেস সদস্যদের সঙ্গে কথা বলব। শুধু তা–ই নয়, এ অঞ্চল নিয়ে যাদের আগ্রহ আছে বা এ ধরনের বিষয়ে যাদের আগ্রহ আছে, তাদের সকলকেই নিয়মিতভাবে আমাদের অবস্থান জানাব।’

Related Articles

Back to top button