গাছের সঙ্গে বাইকের ধাক্কায় দুই বন্ধু নিহত, একজন হাসপাতালে

টাঙ্গাইলের মধুপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছাব্বির আলম (১৮) ও মো. হামিদ (১৭) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। আহত অপর বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গারো বাজারের কাছেই হাজী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রোববারের দুর্ঘটনায় হতাহতরা পাশের ঘাটাইল উপজেলার বাসিন্দা।
নিহত ছাব্বির আলম ওই উপজেলার টেপিকুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে এবং হামিদ মানিকপুর ছনখোলার রমজান আল ছেলে। আহত সাদিক আনিছুরের ছেলে।
ঘটনাস্থলের বাসিন্দা কামরুজ্জামান খান পান্না ও লাল মাহমুদসহ অন্যরা জানান, তারা তিনজন মোটরসাইকেলে মধুপুরের কাকরাইদ হয়ে বেপরোয়াগতিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের দেওয়া হবে। আহত একজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।