Uncategorized
রাস্তার পাশের ডোবায় পড়ে দুই বোনের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় রাস্তার পাশের ডোবায় পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার আমুয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের আমুয়া জিরো পয়েন্টের মুসা মাকেটে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- হার্ডওয়্যার ব্যবসায়ী মো. মাহবুব হোসেনের মেয়ে মাইশা আক্তার (৮) এবং মাহবুব হোসেনের ছোট ভাই মো. হুমায়ুন কবিরের মেয়ে ফাতিমা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন। এদের বাড়ি উপজেলার মরিচবুনিয়া গ্রামে।
আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান জানান, শিশু মাইশা ও ফাতিমা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়।