Uncategorized

৮১ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে এল ১১ ট্রাক পেঁয়াজ

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান প্রথম আলোকে বলেন, আজ সোমবার বিকেল পাঁচটার পর ভারতের বসিরহাটা মহকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে পেঁয়াজভর্তি কয়েকটি ট্রাক ভোমরা স্থলবন্দরে ঢুকেছে। এ ছাড়া ভারতে পাশে শতাধিক পেঁয়াজভর্তি ট্রাক অপেক্ষায় আছে। তাঁরা কাগজপত্র প্রস্তুত করতে না পারায় আজ আমদানি করা সম্ভব হয়নি। আগামীকাল মঙ্গলবার ওই সব পেঁয়াজ আমদানি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

সাতক্ষীরা জেলা মার্কেটিং কর্মকর্তা সালেহ মো. আব্দুল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টার দিকে সাতক্ষীরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হয়। বেলা ১১টার পর তা ৮৫ টাকায় নেমে আসে। আগামীকাল মঙ্গলবার পেঁয়াজের মূল্য আরও কমে আসবে বলে মনে করেন তিনি।

Related Articles

Back to top button