Uncategorized

অভিযানকালে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, কনস্টেবল জখম

ঢাকার ধামরাইয়ে অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় ছুরিকাঘাত ও লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বিএমপি বাজার এলাকায় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় হামলার শিকার ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ এলাকাবাসীর সহায়তায় একাধিক মাদক মামলার আসামি ওই এলাকার বজলুর রশীদ টিক্কার ছেলে সজিব হোসেন (২৫), সজিবের মা নারগিস আক্তার (৪৫) ও স্ত্রী মুন্নি আক্তারকে (১৯) দুই হাজার পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এ মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন ধামরাই থানার এসআই মো. শিমুল মোল্লা।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ধামরাই থানার এসআই মো. রবিউল ইসলাম ও এসআই মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিএমপি বাজার এলাকায় শনিবার বিকাল ৪টার দিকে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধ মাদককারবারিরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ওই মাদক ব্যবসায়ীরা লাঠি দিয়ে পিটিয়ে ও ধারারো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে সাইফুল ইসলামকে জখম করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শিমুল মোল্লা বলেন, আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় দুই হাজার পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই তিন মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button