Uncategorized

কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলা থেকে দুইজনকে খালাস প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ বন্দরের মৃত মিন্টু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫) ও মহিউদ্দিনের ছেলে নেসার আলী (৫৫)।

খালাসপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত হোসেন প্রধানের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও বন্দরের হুমায়ুন কবিরের ছেলে রাহুল (২৭)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রকিব জানান, ২০১৭ সালের ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করে জানা যায় অজ্ঞাত কিশোরী বন্দর চৌরাপাড়া এলাকার মতিনের ভাড়াটিয়া মজনুর মেয়ে মুনমুন। তখন আদালতে দেওয়া জবানবন্দিতে কিশোরীর বাবা মজনু উল্লেখ করেন, তার মেয়ে মুনমুনকে রাসেল বিয়ের কথা বলেছিল। তার কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় রাসেল ও তার সহযোগীরা মিলে মুনমুনকে ধর্ষণ করে হত্যা করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেছেন।

Related Articles

Back to top button