Uncategorized

পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে যাচ্ছেন নোরা ফাতেহি? 

আকর্ষণীয় নাচের মাধ্যমে দর্শকদের মন কেড়ে নিয়েছেন নোরা ফাতেহি। দারুণ পোশাক, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রচার ও নাচের মাধ্যমে ধীরে ধীরে বেশ পরিচিতিও অর্জন করেছেন এই উদ্দাম নৃত্যশিল্পী।

নোরা ফাতেহিকে অনেকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেন। কারণ হিন্দি শিখতে বেশ পরিশ্রম করে যাচ্ছেন নোরা। সেইসঙ্গে বলিউডের বড় বড় ইন্ডাস্ট্রি এবং দর্শকরাও তাকে বরণ করে নিয়েছেন।

এক সাক্ষাৎকারে নোরা বলেন, মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে যাচ্ছি কিনা।

তিনি আরও বলেন, কাজ শুরু করার একটা পর্যায়ে আমি বুঝতে পারি, আমার কানাডিয়ান উচ্চারণ এবং শরীরী ভাষায় পরিবর্তন করতে হবে।

নোরা ফাতেহি জানান, ক্যারিয়ারের সুবিধার্থে ভারতের মানুষ ও সংস্কৃতির সঙ্গে মিশে যাবেন তিনি। এতে তার কোনো আপত্তি নেই।

Related Articles

Back to top button