বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ভোটব্যাংকই ঠিক করবে খায়েরের প্রতিদ্বন্দ্বী

ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, বিএনপি ভোটের মাঠে নেই। দলটির সমর্থকেরা ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমকেই বেছে নেবেন। দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব জাকারিয়া হামিদী বলেন, বরিশালের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় মুফতি ফয়জুল করিমের প্রতি মানুষ আস্থাশীল। বিএনপির ভোটাররা এ ভাবনা থেকেই ইসলামী আন্দোলনকে ভোট দেবেন।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী মহসিন উল ইসলাম বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র আর আমাদের গঠনতন্ত্র এক ও অভিন্ন। এখানে বিএনপির কোনো প্রার্থী নেই।
জাতীয় পার্টিই হবে তাঁদের প্রধান পছন্দ। আমরা ইসিকে পরীক্ষা করতে নির্বাচনে গিয়েছি। এটা ইসির জন্য অ্যাসিড টেস্ট।’ তাঁর দাবি, ইসলামী আন্দোলন সরকারের বিশ্বস্ত সহযোগী দল। তাই বিএনপি কখনোই তাদের ভোট দেবে না।
স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বলছেন, ‘সুষ্ঠু ভোট হলে ফলাফলেই এর প্রতিফলন দেখতে পাবেন। আগাম কিছু বলতে চাই না।’
তবে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কামরুলই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকেরা। পাশাপাশি কামরুলের ওপর চাপও বাড়ছে।