Uncategorized

বিপুল উৎপাদনের পরও বিরামপুরে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি!

বিরামপুর উপজেলায় বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদনের পরও এবার পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে ঠেকেছে। রোববার শহরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হলেও গ্রামাঞ্চলের বাজারে তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

রোববার সকালে বিরামপুর নতুনবাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম ঊর্ধ্বমুখী।

পাইকারি আড়তদার আফিমুদ্দিন জানান, তিনি প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮৪ টাকা দরে বিক্রি করছেন। এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। আবার শহর থেকে গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে সেই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

শহর থেকে ২০ কিলোমিটার দূরবর্তী মোহনপুর বাজারের দোকানি জহির উদ্দিন জানান, বাজারে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের সংকট না থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে দুই মাসের ব্যবধানে দ্বিগুণ মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা উষ্মা প্রকাশ করেছেন।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, বিরামপুর উপজেলায় গত মৌসুমে তিন হাজার ১৩০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে, উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার ৮৭ বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। এর মধ্যে কৃষি প্রণোদনার আওতায় ১৬০ বিঘা জমিতে আবাদের জন্য কৃষি বিভাগ ১৬০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে।

Related Articles

Back to top button