Uncategorized

প্রচণ্ড গরমে বিদ্যালয় বন্ধ | প্রথম আলো

রাজধানীর মিরপুরের বাসিন্দা এক নারী গতকাল রোববার সন্তানকে নিয়ে স্কুল থেকে ফেরার পর এই প্রতিবেদককে বলেছিলেন, তিনি আগামী কয়েক দিন তাঁর সন্তানকে আর স্কুলে পাঠাবেন না। পড়াশোনার ক্ষতি যদি হয়, হোক।

এই নারীর সন্তান মিরপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। দেখা গেছে, শিশুটি ঘেমে অস্থির। মুখমণ্ডলে ঘামাচি উঠে ভরে গেছে। সর্দিতেও আক্রান্ত।

সকালের এই ঘটনার পর বিকেলে জানা যায়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসেনি।

ফলে বেসরকারি স্কুলের শিশুশিক্ষার্থীদের এই গরমেও ক্লাসে যেতে হবে কি না, তা স্পষ্ট নয়। অভিভাবকেরা বিভ্রান্তিতে যেমন রয়েছেন, তেমনি সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগেও রয়েছেন। সিদ্ধান্ত হয়নি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র এবং বেশির ভাগ অঞ্চলে মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।

Related Articles

Back to top button