Uncategorized

এই মেয়াদে কেমন হবে এরদোয়ানের পররাষ্ট্রনীতি

হুররিয়েত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও এরদোয়ানের মধ্যে সাম্প্রতিক ফোনালাপে এফ-১৬ চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানান বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন এই চুক্তির পূর্বশর্ত।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে সুইডেনের ন্যাটোতে যোগদানের পদক্ষেপ, ২০১৬ সালের শরণার্থী চুক্তি এবং তুরস্ক ও গ্রিসের সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা।

এরদোয়ান ইইউর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং শরণার্থীদের ইউরোপে পৌঁছানো ঠেকাতে সম্পাদিত চুক্তি বহালের বিষয়ে গুরুত্ব দেবেন বলেই মনে করা হচ্ছে।

মুরাত ইয়েসিলতাসের মতে, তুরস্ক সম্ভবত জুলাইয়ে ন্যাটোর শীর্ষ সম্মেলনের সময় পশ্চিমা এই সামরিক জোটে সুইডেনের সদস্যপদ প্রস্তাবে অনুমোদন দিতে পারে। অবশ্য তিনি আশা করেন, সুইডেনও তাদের সীমানায় পিকেকে সমর্থকদের তুরস্কবিরোধী বিক্ষোভ ঠেকাতে পদক্ষেপ নেবে।

Related Articles

Back to top button