Uncategorized

নির্বাচনি প্রচারণায় মোটরসাইকেল শোডাউন, দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে প্রথম দিনেই কাউন্সিলর প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর নাঈম হোসেন (১৮) কাউন্সিলরপ্রার্থী মো. রনির মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়েছিল। নাঈমের বাড়ি নগরীর সপুরা টিটিসি এলাকায়। তার বাবার নাম নাসিম উদ্দিন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোডাউন চলাকালেই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় নাঈম। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসিকের সাবেক কাউন্সিলর মাজেদা বেগম জানান, ছেলেটি মারা যাওয়ার পর তিনি গিয়ে দেখে এসেছেন। শনিবার বেলা ১০টার দিকে লাশ দাফন হয়েছে।

এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন নগরীর বোয়ালিয়া ও শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Related Articles

Back to top button