Uncategorized

চেরকুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন জাতীয় পার্টির এমপি হাফিজের

পীরগঞ্জে টাঙ্গন নদীর চেরকুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ।

শনিবার সকালে তিনি এ উদ্বোধন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিডি) শাহারুল আলম মন্ডল। স্থানীয় সরকার প্রকৌশলী এলজিডি ঠাকুরগাঁও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাফিজ উদ্দীন আহম্মেদ, আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, শাহারুল আলম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, কোষারাণীগঞ্জ চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিডি) আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা এসএম নাছিম উদ্দীন, কোষারাণীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক ইমরান আলী প্রমুখ।

রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপজেলার ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের উত্তর ভামদা গ্রামে টাঙ্গন নদীর চেরকুরঘাট নামক স্থানে দানারহাট সড়কে প্রায় ১৮ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা ব্যয়ে এ সেতু তৈরি করা হচ্ছে।

Related Articles

Back to top button