Uncategorized

শাকিবকে জড়িয়ে বুবলীকে যে খোঁচা দিলেন মাহফুজ!

কিছু দিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। চলছে একে অপরের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ। দ্বন্দ্বের দুর্বলতাকে পুঁজি করে অনেকে খোঁটা দিচ্ছেন তাদের। এরই ধারাবাহিকতায় অভিনেতা মাহফুজও শাকিবকে জড়িয়ে খোঁচা দিলেন বুবলীকে।

এদিকে ‘বসগিরি’ দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান শবনম বুবলী। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পান ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকে। এই জুটির পর্দা রসায়ন ধরা দেয় বাস্তবজীবনেও। ভালোবেসে গোপনে ঘর বাঁধেন, জন্ম নেয় পুত্র শেহজাদ খান বীর।

প্রথম ছবির নায়কের সঙ্গে প্রেম ও বিয়ে; তার পর সন্তান জন্মদান। এদিন যেন বুবলীকে খোঁচাই দিলেন অভিনেতা মাহফুজ আহমেদ। প্রেমের প্রশ্নে এ রকম মজার জবাব দেন তিনি।

প্রথমবারের মতো ‘প্রহেলিকা’ ছবিতে জুটি বেঁধেছেন মাহফুজ-বুবলী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি। মূলত মুক্তি পূর্ববর্তী প্রচারণার অংশ হিসেবে গতকাল (শুক্রবার) অন্যরকম এক আড্ডায় শামিল হলেন দুই প্রজন্মের তারকাদ্বয়।

মাহফুজ-বুবলীর এই প্রাণবন্ত আড্ডার ফাঁকে কথা প্রসঙ্গে বুবলী জানান, মাহফুজ আহমেদের অভিনয় তাকে প্রেম করা শিখিয়েছে। এটিও জানান, মাহফুজ আহমেদ যখন অভিনয় শুরু করেন, তখন নাকি তার জন্মও হয়নি!

বুবলীর এমন তথ্যের তুমুল বিরোধিতা মাহফুজ। তিনি বলেন, বুবলী নিজেকে কম বয়সি প্রমাণ করার জন্য আমাকে বুড়ো বানানোর চেষ্টা করছে। এর পরই উঠে আসে প্রেম প্রসঙ্গ। মাহফুজ বুবলীকে বলেন, আমি আর কী প্রেম শেখালাম। তুমি তো প্রথম নায়কেই প্রেম আর বিয়ে সেরে ফেলেছ!

ছেড়ে কথা বলেননি বুবলীও। তিনি মাহফুজকে প্রশ্ন করেন— আপনি তো অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে সত্যিকারের প্রেমে কতবার পড়েছেন?

বুবলীর এমন প্রশ্নের জবাবে বুদ্ধিমত্তার পরিচয় দেন মাহফুজ। তার কথায়, আমি হাজার নায়িকার সঙ্গে কাজ করেছি। নাটক-সিনেমা দুই বাংলাতেই। একাধিকবার মুগ্ধ হয়েছি আমার সহশিল্পীদের রূপে-গুণে। এর মধ্যে অনেকের সঙ্গে শুটিংয়ের ভেতরে ও বাইরে দারুণ সময় পার করেছি।

বাট কো-আর্টিস্টের সঙ্গে প্রেম করা বা ঘর করার বিষয়টি কখনো মাথায় আসেনি। তুমি যেমন প্রথম ছবিতেই প্রেম-বিয়ে-সন্তান! আমি এসব কল্পনাতেও আনিনি কখনো। কারণ আমার কাছে তখন থেকে এখনো মনে হয়, কো-আর্টিস্ট মানে সহপাঠী। তারা বন্ধু হতে পারে। এর বেশি কিছু তো না।

Related Articles

Back to top button