ভিসা, নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরও মজবুত হবে, উন্নত হবে, আরও চাঙা হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা নিজের পায়ে চলব। নিজের দেশকে গড়ে তুলব, কারও মুখাপেক্ষী হয়ে না।’
সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলব, ওই সন্ত্রাসী দলের দিকে নজর দিন।…কানাডার হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। এই সন্ত্রাসী এবং দুর্নীতির দায়ে এই আমেরিকাই তারেক জিয়াকে ভিসা দেয় নাই। এখন তারা আবার তাদের কাছে ধরনা দেয়।’
আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, বারবার আঘাত, হামলা হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ ও খালেদা জিয়া চেষ্টা করেছে। আওয়ামী লীগ এ দেশের মানুষের সংগঠন হিসেবে গড়ে উঠেছে। তাই এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি।