Uncategorized

ট্রেন থেকে নেমে সড়কের দিকে এগোতেই দেখি মর্মান্তিক দৃশ্য

কিন্তু কিছুক্ষণ এই শব্দ হওয়ার পরে সাজ্জাদ ভেবেছিলেন, যেকোনো অবস্থায়ই তাঁদের নামতে হবে। কারণ, ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে বা পড়ছে। কিন্তু তিনি যেটা বোঝেননি, সেটা হলো দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে।

ট্রেনটি কয়েক সেকেন্ডের জন্য থামার পরে তিনি ও ববিতা বের হয়ে আসেন। ‘একটু আগেই আমার সঙ্গে ক্যানটিন ম্যানেজারের আলাপ হয়েছিল এবং আমি কামরার বাইরে এসে প্রথমেই দেখলাম যে তাঁর মৃতদেহ সামনে পড়ে আছে,’ বললেন মানসিকভাবে বিপর্যস্ত সাজ্জাদ।

সাজ্জাদ বলেন, কামরার বাইরে এসে দেখেন এক অদ্ভুত দৃশ্য। তাঁদের কামরা উত্তর–দক্ষিণ বরাবর রয়েছে। কিন্তু প্যান্ট্রি কারটি (খাবার সরবরাহ করার কামরা) পূর্ব–পশ্চিম হয়ে রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ঘুরে গেছে। আর ট্রেনে ওঠার আগে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, যিনি এ ১ কামরায় ছিলেন। তাঁদের কামরাটা কফি খাওয়ার পরে কাগজের কাপ দুমড়ে ফেললে যেমন হয় তেমন আকৃতি নিয়েছে।

Related Articles

Back to top button