রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল সরকারি দলের উদ্দেশে বলেন, বিরোধী দলের নেতাদের সরিয়ে দিয়ে নির্বাচনে ফাঁকা মাঠ পাওয়ার সেই আশার গুঁড়ে বালি, সেটা হবে না। এ দেশের মানুষ সেটা কখনোই করতে দেবে না। মানুষ এখন জেগে উঠেছে। যতই অত্যাচার-নির্যাতন চালানো হোক, জনগণ সব রকম ত্যাগ স্বীকার তাদের অধিকার আদায় করে নেবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ১ হাজার ২৭৫টি মামলা তারা (সরকার) নির্ধারণ করেছে। সেই মামলাগুলোতে দ্রুত সাজা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। ইকবাল হাসান মাহমুদ ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে সাজার রায় তারই প্রতিফলন এবং প্রথম পদক্ষেপ।
বিএনপির মহাসচিব বলেন, এই হাইকোর্ট থেকেই ইকবাল হাসান মাহমুদ, আমান উল্লাহ আমান বেকসুর খালাস পেয়ে গিয়েছিলেন। সেই রায় বাতিল করে পুনরায় সে মামলা পুনরুজ্জীবিত করে অতি দ্রুত তাঁদের আবার সাজা দেওয়া হলো। অথচ একই ধরনের মামলায় আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, মোহাম্মদ নাসিম বেকসুর খালাস হয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। ফলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতে শুরু করেছে।