Uncategorized

স্বর্ণের দা‌ম কমল

দেশের বাজারে স্বর্ণের দা‌ম কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা ক‌মানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৬ হাজার ৬৯৫ টাকা।সোমবার থেকে এইদাম কার্যকর করা হবে।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা ক‌মি‌য়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৯৮ হাজার ৪৪৪ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রোববার পর্যন্ত ৯৩ হাজার ৯৫৪ টাকায় বিক্রি হচ্ছে এই মানের স্বর্ণ।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণের ভরির দাম দিতে হচ্ছে ৮০ হাজার ৫৩৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণ ৬৭ হাজার ১২৬ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে।

Related Articles

Back to top button