Uncategorized

বগির নিচে আটকা মৃতদেহ বের করতে ব্যবহার করা হচ্ছে ‘গ্যাস কাটার’

লাইনচ্যুত বগিগুলোর ভেতর থেকে মৃতদেহ বের করে আনতে ‘গ্যাস কাটার’ ব্যবহার করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এক যাত্রী বলেন, দুর্ঘটনাস্থলে কিছু কিছু দৃশ্য এতটাই ভয়াবহ যে বর্ণনা করা কঠিন।
ঘটনাস্থলে রেললাইন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের ছিন্নভিন্ন বগিগুলো এখানে–সেখানে ছড়িয়ে–ছিটিয়ে আছে। আবার দেখা গেছে, কিছু বগি একটি অপরটির ওপর উঠে গেছে, আবার কিছু বগি উল্টে আছে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেরহামপুরের বাসিন্দা পীযূষ পোদ্দার কর্মস্থলে যোগ দিতে করমন্ডল এক্সপ্রেসে করে তামিলনাড়ু যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সে অভিজ্ঞতা বর্ণনা করে পীযূষ বলেন, ‘ঝাঁকুনি লাগার পর হঠাৎই দেখলাম ট্রেনের বগি এক পাশে কাত হয়ে যাচ্ছে। বগিগুলো লাইনচ্যুত হওয়ার সময় আমরা অনেকে ছিটকে পড়েছিলাম। হামাগুড়ি দিয়ে বের হওয়ার পর দেখলাম চারপাশে লাশ পড়ে আছে।’

Related Articles

Back to top button