Uncategorized
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮: ফায়ার সার্ভিস

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। ওডিশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি এএফপিকে এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে অনেকে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
এই ট্রেন দুর্ঘটনাকে ২০ বছরের বেশি সময়ের মধ্যে ভয়াবহ বলা হচ্ছে। দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন বলে এএফপি জানিয়েছে।
এনডিটিভির খবরে ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনার বরাতে ২৩৮ জন নিহত বলে জানানো হয়েছে। আহত হয়েছেন ৬৫০ জন।