Uncategorized
বেঁচে ফেরা যাত্রী বললেন, ‘মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে’

দুর্ঘটনা কবলিত করমন্ডল এক্সপ্রেসের বগি থেকে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের একজন গোবিন্দ মন্ডল। তিনি বললেন, ‘হঠাৎ ট্রেনটি ধাক্কা খেল। আমি যে বগিতে ছিলাম সেটি তীব্র গতিতে লাইনচ্যুত হয়ে গেল। এরপর সেটি মাটির ওপর দিয়ে বেশ কিছু দূর গিয়ে থামল।’
এ সময় গোবিন্দ দেখতে পান বগিতে তাঁর পাশের জানালার শিক ভেঙে গেছে। তিনি বললেন, ‘কেউ একজন জানালার শিক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর আমরা বাইরে বের হয়ে এলাম।’ গোবিন্দ যে বগিতে ছিলেন, সেটির বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করেছেন অশোক সামালের মতো স্থানীয়রাই। দুর্ঘটনার পর তাঁরাই প্রথম সেখানে ছুটে গিয়েছিলেন।