পাটখেতে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) পাটখেতে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাংশা উপজেলার মাছপাড়া ইউপির কানুখালী পশ্চিমপাড়া গ্রামের বালু মণ্ডল ওরফে ঝুনু মণ্ডলের ছেলে ইয়াছিন মণ্ডল (২১) ও নিভা এনায়েতপুর গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে রাকিবকে (২০) আসামি করে পাংশা মডেল থানায় মামলা করেন।
রোববার দুপুরে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, মামলার পরপরই পুলিশ ইয়াছিনকে গ্রেফতার করেছে।
থানার মামলা সূত্রে জানা গেছে- মানসিক প্রতিবন্ধী কিশোরী একজন মৃগী রোগী ও মানসিক প্রতিবন্ধী। সে তার খালা বাড়িতে বসবাস করে। শুক্রবার দুপুর ১২টার দিকে নিভা এনায়েতপুর গ্রামের জনৈক দুলাল দাসের পুকুরে সে কাপড় ধোয়ার জন্য গেলে আসামিরা সেখান থেকে তাকে প্রলোভন দেখিয়ে নিভা এনায়েতপুর গ্রামের পাটখেতে নিয়ে তাকে খুন-জখমের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পাটখেতের ভেতর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ওই কিশোরীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান বলেন, ইয়াছিনকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। ওই কিশোরীর ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।