Uncategorized

গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি ও সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শনিবার গাইবান্ধায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা শ্রী রায় নন্দী, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ অন্যরা।

বক্তারা বলেন, এ দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে যারা জীবননাশের হুমকি দেয় তারা কি রকম রাজনীতি করেন মানুষ তা বুঝে গেছে। কোনো কিছু না পেয়ে এখন বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ বিএনপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে।

Related Articles

Back to top button