Uncategorized

বাবার ইচ্ছাপূরণে গরু ও মহিষের গাড়িতে চড়ে বিয়ে!

মোটরগাড়ি কিংবা হেলিকপ্টারে নয়, এবার বাবার ইচ্ছাপূরণ করতে গরু ও মহিষের ১০টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে বর বেশে কনের বাড়িতে বিয়ে করতে গেলেন নিরব নামে এক যুবক। আর এ বিয়ে দেখতে ভিড় জমান শত শত নারী-পুরুষ। এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় পীরগঞ্জে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে উপজেলার খামার নারায়ণপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নিবরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয় পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ইসরাত জাহান এশা আকতারের। নিরবের বাবার ইচ্ছা ছিল- ছেলে বর বেশে গরুর গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গিয়ে বিয়ে করবে।

বউকে নিয়ে আসবে গরু গাড়িতে করে। বাবার সেই ইচ্ছাপূরণ করতে গরু ও মহিষের ১০টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে বরবেশে কনের বাড়িতে বিয়ে করতে যান নিরব।

গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য টাপুর যুক্ত গরু-মহিষের গাড়ি দেখতে শত শত উৎসুখ নারী-পুরুষ ভিড় করেন বর ও কনের বাড়িতে। এ সময় বরের যাত্রাপথে রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষ গরু-মহিষের গাড়ির দীর্ঘ লাইনের দৃশ্য অবলোকন করেন এবং অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করেছেন। এমন আয়োজনে খুশি বর-কনের পরিবারসহ এলাকাবাসী। গ্রাম বাংলার এ পুরোনো ঐতিহ্য ধরে রাখতে আগ্রহও প্রকাশ করেন অনেকে।

বরের বাবা কুদ্দুস বলেন, আমার ইচ্ছা ছিল, ছেলের বিয়েতে বরযাত্রী যাবে গরুর গাড়িতে। এ সময় গরুর গাড়ি পাওয়া দুষ্কর। তাই মহিষের নয়টি এবং গরুর একটি গাড়ির আয়োজন করি ছেলের বিয়েতে। ছেলেও মেনে নিয়ে গরু গাড়িতে করেই বিয়ে করতে যায়।

কনের চাচা জয়নাল বলেন, এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য। এ রকম আয়োজনে আমরা খুশি।

Related Articles

Back to top button