Uncategorized

জাহাঙ্গীরনগরে অছাত্রদের হল থেকে বের করাসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ওই শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির খবর পেয়ে হলের দায়িত্বরত শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা অবস্থান নেওয়া শিক্ষার্থীর দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসও দেন। তবে দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সামিউল।

প্রথম আলোকে সামিউল বলেন, ‘আমি গত বুধবার সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। হল প্রশাসন থেকে আসছিলেন, তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন, তবে দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ওয়ার্ডেন (শিক্ষার্থীদের দেখভালের দায়িত্বে থাকা) অধ্যাপক সাব্বির আলম বলেন, ‘আমি গতকাল ওই শিক্ষার্থীর সঙ্গে দুবার দেখা করেছি। তাঁকে হল প্রশাসন থেকে আসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাঁর অন্য দাবিগুলোও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। এমনকি সে যদি মুখের কথায় বিশ্বাস না করে, তাহলে লিখিত দেব বলেছি। তবে সব কটি দাবি বাস্তবায়নের জন্য সময় চেয়েছি। তাঁর রুমমেট অছাত্র, তাঁকেও হল থেকে বের করে দিতে চেয়েছি। কিন্তু সে তাঁর সব দাবি মেনে নিতে আমাদের সময় দিতেও রাজি হচ্ছে না।’

Related Articles

Back to top button