Uncategorized

নারী সাংবাদিকের বিয়ের প্রস্তাবে যে উত্তর দিলেন সালমান খান

আগে একাধিক ভক্ত থেকে বিয়ের প্রস্তাব পেলেও এবার হলিউডের এক নারী সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।

টাইগার ৩–এর শুটিং শেষেই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবুধাবিতে চলে আসেন সালমান খান। শুক্রবার আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘ভাইজান’।

এই অনুষ্ঠানেই এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন।’ হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান।

উত্তরে তিনি বলেন, আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যালিনা খলিফে ওই নারী সাংবাদিক জানান তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাকে দেখেই তার প্রেমে পড়েছেন তিনি। তখন সালমান মজা করে বলেন, আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন। পরে ওই নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে এই নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে।

Related Articles

Back to top button