Uncategorized
যাঁরা গাড়ি ভাঙচুর করেন, যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন বন্ধে সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হয়েছে। আজ এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যেকোনো অবস্থায় আমরা শান্তি–শৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যাঁরা অন্যায় করেন, যাঁরা গাড়ি ভাঙচুর করেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়। তাঁরাই গ্রেপ্তার হন।’
৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।