Uncategorized

যাঁরা গাড়ি ভাঙচুর করেন, যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন বন্ধে সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হয়েছে। আজ এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যেকোনো অবস্থায় আমরা শান্তি–শৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যাঁরা অন্যায় করেন, যাঁরা গাড়ি ভাঙচুর করেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়। তাঁরাই গ্রেপ্তার হন।’

৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Back to top button