Uncategorized

লিফট ও চলন্ত সিঁড়ি আমদানিতে ব্যয় বাড়বে

লিফট ও চলন্ত সিঁড়ি আমদানির ক্ষেত্রে বাড়তি ব্যয় গুণতে হবে। দেশে লিফট উৎপাদন হওয়ায় দেশীয় পণ্যের ব্যবহার গুরুত্ব দিতে আমদানির ওপর শুল্ক তিনগুণ বাড়ানো প্রস্তাব রয়েছে বাজেটে।

বিদেশ থেকে লিফট আনার ক্ষেত্রে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করতে চায় সরকার।

আর চলন্ত সিঁড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে কিছু দেশীয় শিল্প প্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে। কিন্তু সম্পূর্ণ অবস্থায় আমদানি করা লিফট এবং উত্তোলক যন্ত্র আমদানিতে ৫% আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে এসব পণ্য আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

তিনি চলন্ত সিঁড়ি আমদানিতে শুল্ক ১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। বলেছেন, পণ্যটি মূলধনী যন্ত্রপাতি নয়; তাই এর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১% থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

পাশাপাশি চলন্ত সিঁড়িকে যাতে মূলধনী যন্ত্রপাতি আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয়, সেই প্রস্তাবও রেখেছেন অর্থমন্ত্রী।

Related Articles

Back to top button