Uncategorized

চাঁদা না পেয়ে ক্যান্সার আক্রান্ত ব্যবসায়ীর ইটভাটা দখল, গ্রেফতার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মালিকানাধীন ইটভাটা দিনদুপুরে দখল ও লুটপাটের অভিযোগে দায়ের করা চাঁদাবাজি মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি থানার লালদীঘিপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- মোহাম্মদ নোমান ও মমতাজ উদ্দিন। গ্রেফতার নোমান বাঁশখালী উপজেলার পালেগ্রামের আবু তৈয়বের ছেলে। মমতাজ সাতকানিয়া উপজেলার ছনখোলা গ্রামের আলতাফ হোসেন দফাদারের ছেলে। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ২৩ মে নোমান এবং মমতাজ উদ্দিনের নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র, দা, কিরিচ, লোহার রড, হকিস্টিক ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসএমবি নামে একটি ইটভাটার অফিসে প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ব্যবসা করতে হলে প্রতি বছর ১০ লাখ টাকা হারে চাঁদা দিতে হবে বলে ইটভাটার কর্মকর্তাদের হুমকি দেয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ব্রিকফিল্ডের ব্যবস্থাপক এবং কর্মচারীদের লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাদের অফিস থেকে বের করে দেয়। দখল করে নেয় ইটভাটা।

জানা গেছে, সাতকানিয়ায় শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে ওই ইটভাটার দুইজন মালিক রয়েছেন। এরা হচ্ছেন আনসারুল হক ও কামাল উদ্দিন। এর মধ্যে আনসারুল হকের স্ত্রী বাদী হয়ে ওই ঘটনায় সাতকানিয়া থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে নোমান ও মমতাজকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, ঘটনার পরপরই ইটভাটা দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেন ব্রিকফিল্ডটির মালিক দাবিদার কামাল উদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। লড়ছেন মৃত্যুর সঙ্গে। এ সুযোগে সন্ত্রাসীরা ব্রিকফিল্ড দখল করে লুটপাট শুরু করে।

Related Articles

Back to top button