গ্রেফতার চালকের শাস্তির দাবিতে মানববন্ধন অবরোধ

রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার মোড়ে ট্রাকের চেসিসের ধাক্কায় মঙ্গলবার রাতে কিশোরী তানজিলার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেফতার চালকের শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী, হাজী হোসেন প্লাজার ব্যবসায়ী ও কর্মচারীরা।
এ সময় তারা সড়কে ভাঙচুর চালিয়েছে বলে দেখা গেছে। বুধবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। নিহত তানজিলা (১৫) স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ইন্ডিয়ান বুটিকের সেলসম্যান ছিল।
মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ৯ টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ চালক আ. করিমকে (৪২) আটক করে। রাতেই তার বিরুদ্ধে মামলা করে বুধবার দুপুরে আদালতে পাঠায় ধেন্না থানা পুলিশ। করিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার দক্ষিন আব্দুল্লাপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে।
এদিকে মানববন্ধনে মার্কেটের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ বলেন, প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটেই চলেছে। সড়কের বিশৃঙ্খলা ও তদারকি না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জানা গেছে, প্রতিদিনের মতো রাত সাড়ে ৮টায় কাজ শেষে রাস্তা পার হচ্ছিল কিশোরী তানজিলা। এ সময় টাটা মোটরসের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মারা যায় তানজিলা।
সে তার মা ও ভাইয়ের সঙ্গে ডেমরার সারুলিয়ার আমতলায় ফরহাদ সাহেবের ভাড়া বাসায় থাকত। সে লক্ষ্মীপুরের রায়পুর থানার খাশেরহাট এলাকার মৃত জিলহক মোল্লার মেয়ে।
দেবনাথ থানার ওসি শফিকুর রহমান (পিপিএম) বলেন, চেসিসের ধাক্কায় তানজিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চালকসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।