Uncategorized

মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা এবং নিজে বাদী হয়ে জালিয়াতির মামলা করেছেন বিচারক।

বুধবার দুপুরে সহকারী জজ আদালত বিশ্বম্ভরপুরের বিচারক মো. আরিফুর রহমান এ রায় দেন। পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন তিনি।

উপজেলার সহকারী জজ আদালতে জাল দলিল দাখিল করে মিথ্যা মামলা করায় বাদী রিংকু দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রিংকুর বাড়ি উপজেলার প্যারীনগর গ্রামে।

বিশ্বম্ভরপুরের সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে রিংকু দাস বাদী হয়ে একই উপজেলার বাসিন্দা আসমত খান গংয়ের বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা করেন। সেই মামলায় তিনি তিনটি দলিল আদালতে দাখিল করে বিবাদীদের বিরুদ্ধে নালিশা ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনাকালে বিচারকের কাছে তিনটি দলিলের মধ্যে একটি দলিল ভুয়া, জাল এবং আরেকটি দলিল ঘষা-মাজা করে টেম্পারিং করা হয়েছে বলে প্রমাণিত হয়। মামলাটি খারিজ করে বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। সেই সঙ্গে আদালতে জাল দলিল দাখিল করায় বিচারক মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে মিথ্যা মামলার বাদী রিংকুর বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর আমলি আদালত) জালিয়াতির মামলা করেন।

Related Articles

Back to top button