পিতৃপরিচয়হীন ছেলেসন্তানের মা হলো পাগলী

খুলনার পাইকগাছায় এক পাগলী (৪০) পিতৃপরিচয়হীন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গড়ইখালী গ্রামের সজীব গাইনের বাড়িতে এ সন্তান জন্ম দেন তিনি।
তাকে দীর্ঘদিন ধরে গড়ইখালীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখেছেন এলাকাবাসী।
গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু জানান, পাগলীর সন্তান ভূমিষ্ঠের কথা জানতে পেরে তিনি সেখানে যান ও মা-সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করেন। একই সঙ্গে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা কর্মকর্তাকে জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, পিতৃপরিচয়হীন সন্তান ভূমিষ্ঠের বিষয়টি জেনে সেখানে তিনি যান এবং চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মা-সন্তানকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, শিশুটিকে প্রাথমিকভাবে সুস্থ করে শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তার ভবিষ্যৎ ঠিক করা হবে।