Uncategorized

চারহাত এক হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাত্র

সাত পাকে বাঁধা পড়ার আগেই হৃদরোগে মৃত্যু হয়েছে এক যুবকের। তার নাম রাজকমল।

মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, কোলিপুরওয়া আত্তাইসা গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় রাজকমলের। সেখানে মঙ্গলবার বরযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল তার। 

আয়নার সামনে বরের পোশাকে নিজেকে সাজিয়ে তুলছিলেন রাজকমল। মাথায় টোপর পরতেই হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু রাজকমলকে বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজকমলের মৃত্যু হয়েছে।

এদিকে জীবনসঙ্গিনীর সঙ্গে চারহাত এক হওয়ার আগেই না ফেরার দেশে চলে যাওয়ায় রাজকমলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।   

Related Articles

Back to top button