Uncategorized

ছবি ও ভিডিওগুলো আমার বর্তমান ফোনে নেই: রাজ

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফেসবুকে আসার পর তা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা এবং সুনেরাহ বিনতে কামালকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে এবং অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে দেখা গেছে; যা নিয়ে এখনো উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।

বিষয়টি নিয়ে মঙ্গলবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল রাজ। তিনি বলেন, যে ভিডিওগুলো ছড়িয়েছে সেসব বছর পাঁচেক আগের। রাজধানী ঢাকার রাস্তায় এগুলো করা। আমরা বিভিন্ন সময়ে মজা করছিলাম, আর ভিডিওগুলো মজাচ্ছলেই করা হয়েছিল। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ওরা আমার কাছের বন্ধু। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করা নয় এসব।

তিনি আরও বলেন, ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইল ফোনে নেই। এসব কিভাবে ছড়াল সেটাই বুঝছি না, এটাই এখন বড় প্রশ্ন।

Related Articles

Back to top button