Uncategorized

তিশা সুনেরাহ তুষির ভিডিও ফাঁসে বিব্রত রাজ

ঢালিউড অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার রাত দেড়টার দিকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। তিনি বলেছেন, ছবিগুলো কিভাবে ফাঁস হয়েছে তা আমি জানি না। ভিডিওগুলো আমার মোবাইলেও নাই।

রাজকে প্রশ্ন করা হয়- আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, কই না তো। আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে ও দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এটাই তো সমস্যা। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।

ঢালিউড অভিনেতা বলেন, আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে।

পুরো বিষয়টা নিয়ে রাজ বিব্রত। সকাল থেকে তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

রাজ বলেন, আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না; কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।

ওই অভিনেত্রীদের বিষয়ে রাজ বলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই; কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলছে, এটা সত্যিই অস্বস্তিকর।

ভিডিওর বিষয়ে তিনি বলেন, আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।

Related Articles

Back to top button