Uncategorized

মুখে বালু ভরে ৭ বছরের শিশু শিক্ষার্থীকে হত্যা

জামালপুরের দেওয়ানগঞ্জে মুখে বালু ভরে শ্বাসরোধ করে সাত বছরের শিশু শিক্ষার্থী রমজানকে হত্যা করা হয়। পুকুর ধারে বাঁশঝাড়ের খাদ থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রমজান আলী স্থানীয় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী; তার বাবার নাম মাসুদ মণ্ডল।

পরিবারের লোকজন জানান, আগের দিন রমজান নিখোঁজ হলে তার সন্ধানের জন্য মাইকিংও করা হয়। বুধবার স্থানীয় লোকজন খোঁজ করতে গিয়ে তার লাশ পূর্ব মণ্ডলপাড়া পুকুরের পার্শ্বে বাঁশঝাড়ের খাদ থেকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনের ধারণা রমজানের পিতা শামছুল মণ্ডলের সঙ্গে তার চাচা সুমন মণ্ডলের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে শিশুটি হত্যার ঘটনা ঘটতে পারে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, সাত বছরের শিশুটির মুখে বালু ছিল, শরীরের বিভিন্ন স্থান এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা ঘটনায় জড়িত থাকার সন্দেহে সুমন মণ্ডলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে রমজানের পিতা মাসুদ মণ্ডল বাদী হয়ে মামলার অভিযোগের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।

Related Articles

Back to top button