Uncategorized

চীনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-মুসলিম সংঘর্ষ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি মসজিদের গম্বুজ ভেঙে ফেলার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুসলিমরা।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও পোস্টের বরাতে মঙ্গলবার আলজাজিরার খবরে বলা হয়, শনিবার নাগু শহরে ত্রয়োদশ শতকে নির্মিত নাজিয়াইং মসজিদের বাইরে অনেক মুসলিম জড়ো হয়েছেন।

এ সময় পুলিশ ও স্থানীয় মুসলিমদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষও হয়। পরে পুলিশের সশস্ত্র শতাধিক কর্মকর্তা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আদালতের নির্দেশে ঐতিহাসিক এ মসজিদ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

জাতিগত দিক থেকে বৈচিত্র্যময় চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ ইউনানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠী রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সংঘটিত ধর্মের বিরুদ্ধে নিপীড়ন বেড়েছে। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে বেইজিং।

Related Articles

Back to top button