Uncategorized

জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো গ্রাম

পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনায় জ্বালানি সংকটে পানির পাম্পগুলো বন্ধ। অন্যদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। অত্যন্ত উষ্ণ এই অঞ্চলটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত উঠতে দেখা যায়।

এত কিছুর পরও শহরে এখনো ধ্বংসযজ্ঞ চলছেই। উপগ্রহ চিত্রে শহরটির যেসব এলাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে তা দেখা যায়। কিছু কিছু এলাকায় এক সময় বেসামরিক স্থাপনা ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে।

জাস্টিন মুজিক বলেন, ‘শুধু যে সামরিক স্থাপনা নিশানা করেই হামলা চালানো হয়েছে বা হচ্ছে তা কিন্তু নয়। স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, এনজিওগুলোর কার্যালয়েও হামলা হয়েছে। এক কথায় বেসামরিক নাগরিকেরা ব্যবহার করতে পারেন এমন সব স্থাপনাই ধ্বংস নয়তো জ্বালিয়ে দেওয়া হয়েছে।’

শুধু হামলা ও আগুন দেওয়ার মধ্যেই মিলিশিয়ারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তা নয়। একই সঙ্গে তাঁরা লুটপাট চালাচ্ছেন। এমনকি খাদ্যপণ্য পর্যন্ত লুট হয়েছে। চলতি মাসের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রথম সপ্তাহে ১৭ হাজার মেট্রিক টন খাবার লুট হয়েছে।

Related Articles

Back to top button