সারা ও রাখির ঝগড়া, অতঃপর নাচের ভিডিও ভাইরাল

লালগালিচায় রাখিকে দেখতে পেয়েই হকচকিয়ে যান সারা। তখন পালিয়ে যাওয়ার উপক্রম তার, তবে তা আর হয়নি। শৌচাগারে দেখা, আর সেখানেই মনের সাধ মিটিয়ে ঝগড়া করলেন সারা ও রাখি। শেষ পর্যন্ত দুজনে একসঙ্গে নাচলেনও। ভাইরাল হয় সারার পোস্ট করা সেই ভিডিও।
ঝগড়া-ঝামেলার মাঝেও কৌশল করে নিজের ছবির প্রচার ঠিক সেরে নিয়েছেন সারা। তার ও রাখির নাচের ভিডিও সবার সঙ্গে ভাগ করে নেন বলিউড অভিনেত্রী। সারার এ অভিনব প্রচারের প্রশংসা করেছেন অনুরাগীরাও। আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে লক্ষ্মণ উটেকর পরিচালিত সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘জারা হাটকে জারা বাচকে’।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় দেখা হয়েছিল বলিউড অভিনেত্রী সারা আলি খান ও টেলিতারকা রাখি সবন্তের। ওই অনুষ্ঠানে লাল রঙের পোশাক পরেছিলেন সারা। রাখির পরনেও ছিল লাল রঙের পোশাক। ফাঁপরে পড়ে যান অভিনেত্রী সারা, যেন পালাতে পারলে বাঁচেন।
শৌচাগার থেকে বেরোনোর সময় রাখির সঙ্গে ধাক্কা লাগে সারার। ব্যস, শুরু তর্কাতর্কি! রাখির বক্তব্য, লাল পোশাকে তাকেই বেশি ভালো লাগছে। তাকে নাকি লাল মরিচের মতো দেখাচ্ছে।
সারা বলেন, আমাকে লাল চেরির মতো দেখাচ্ছে। রাখি উত্তর দেন, আমাকে তো কেকের মতো দেখতে! আর তুমি চেরির মতো! সারা বলে ওঠেন, তোমার তো পাপ হবে!
রাখি বলেন, পাপ হলে হোক, তাতেও আমি তোমার গানেই নাচ করব! যেমন কথা তেমন কাজ। এরপরই সারার আসন্ন ছবি ‘জারা হাটকে জারা বাচকে’-এর গানে শৌচাগারেই নাচ করা শুরু করেন সারা ও রাখি। আবার সারাকে উল্টে পড়ে যাওয়ার হাত থেকেও বাঁচান রাখিই।