Uncategorized

হঠাৎ কেন সড়ক নিরাপত্তা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটার হাস

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে এ বিষয়টিই আবার বলা হয়েছে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, কূটনীতিকপাড়ায় কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত ঘটবে, এ রকম কোনো কিছু হতে দেবেন না। কূটনীতিকপাড়া ও তাঁদের (কূটনীতিক) চলাচল যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘ওনারা কিছু সময় চেয়েছিলেন (সড়কে নিরাপত্তার বিষয়ে)। তাঁদের বলা হয়েছে, যাঁদের (আনসার গার্ড রেজিমেন্ট) নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে, তারা খুবই প্রশিক্ষিত। তবে এ বিষয়ে আরও বসা হবে। যদি মনে করা হয়, নিরাপত্তার জায়গায় কোনো অভাব আছে, তাহলে সেটি দেখা হবে।’

এই নিরাপত্তার জন্য টাকা পরিশোধ করতে হবে, তা–ও জানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Back to top button