Uncategorized
তারেক–জোবাইদার মামলা:ঢাকার আদালতের সামনে আজও হট্টগোল

আদালত সূত্র জানায়, বেলা তিনটায় বিচারক এজলাসে আসেন। এরপর একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে বিচারক এজলাস ছেড়ে যান। আগামীকাল শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে।
এরপর বিএনপি–সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যান।
এর আগে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এতে মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম দুই ঘণ্টা স্থগিত ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আদালত এই মামলার দুজনের সাক্ষ্য নেন। এরপর আজ বুধবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।