Uncategorized

এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্সের ৯০ ভাগই যাচ্ছে গ্রামে

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের ৯০ শতাংশই যাচ্ছে পল্লি­ এলাকায়। বাকি ১০ শতাংশ যাচ্ছে শহর এলাকায়। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের মানুষের কাছে বেশি রেমিট্যান্সের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। রেমিট্যান্স প্রবাহ পল্লি­ এলাকায় বেশি হওয়ায় সেগুলো গ্রামীণ অর্থনীতিকে চাঙা করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রামের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে গ্রামের এজেন্ট ব্যাংকিংয়ের সেবার পরিধি বাড়ানো হচ্ছে। এজেন্ট ব্যাংক অন্যান্য সেবার পাশাপাশি এখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থও তাদের আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এজেন্ট ব্যাংকের মাধ্যমে ১ লাখ ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্সের অর্থ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রামে গেছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা ও শহরে গেছে ১১ হাজার ৫০১ কোটি টাকা। অর্থাৎ মোট রেমিট্যান্সের ৯০ শতাংশ যাচ্ছে গ্রামে, বাকি ১০ শতাংশ শহরে।

Related Articles

Back to top button