Uncategorized

স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আজহার আলীকে (৫৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজহার আলী মৃত আব্দুল জলিলের ছেলে।

রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ত্রী দেলোয়ারা বিবিকে প্রায়ই নির্যাতন ও মারধর করতেন আজহার আলী। এ কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেশ কয়েকবার চিকিৎসাও নেন তিনি। তবে ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে দেলোয়ারা বিবিকে মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আজহার আলী। এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আইনজীবী আখতারুল আলম আরও বলেন, আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আজহার আলীকে আমৃত্যু কারাদণ্ড দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

Related Articles

Back to top button